সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০

শাহমাহমুদপুরে অবৈধ ড্রেজার অপসারণ করলো উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহর, জেলা, উপজেলা, ইউনিয়নে এবং গ্রামে গ্রামে চলছে মিনি ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে ফসলি জমির মাটি কাটা এবং পুকুর ডোবা নালা ভরাট। এতে ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে প্রতিনিয়ত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী চক্র।

এছাড়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেজার পাইপ বসিয়ে পুকুর, ডোবা, নালা ভরাট করা হচ্ছে ব্যাপকভাবে। প্রশাসন অনেক জায়গায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ কার্যক্রম করেছে।

শনিবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুরা নামক এলাকায় অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি প্রশাসন। এ সময় ড্রেজার রেখে মালিকপক্ষ পালিয়ে যায়। তখন ড্রেজার বন্ধ করে ড্রেজারের পাইপ খুলে দেয়া হয়েছে এবং এ ড্রেজার আর যাতে চালাতে না পারে সে ব্যবস্থা করা হয়।

ফসলি জমি থেকে এ অবৈধ ড্রেজার অপসারণ কার্যক্রম পরিচালনা করেন সদ্য পদোন্নতি পাওয়া সিনিয়র সহকারী সচিব এবং চাঁদপুর সদর এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়