প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ০০:০০
মতলব মুন্সীরহাট কলেজ শিক্ষক-কর্মচারী পরিষদের আয়োজনে মুন্সীরহাট কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং বর্বরোচিত এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২ জুলাই শনিবার দুপুরে ওই কলেজের সামনে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে আলোচনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম.এ. মালেক, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা খান, সিনিয়র প্রভাষক মোঃ জসিম উদ্দিন মৃধা, আবু বকর সিদ্দিক, প্রভাষক মোঃ শাহজাহান সরকার প্রমুখ। মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।