প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা বাজারে ক্যাপিটাল থাই চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ জুলাই শুক্রবার বাদ আছর মিলাদ ও দোয়ার মাধ্যমে ক্যাপিটাল থাই চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলজাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, নিজ গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা ফরিদ, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাফেজ হাসান খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু, সাবেক পুলিশ কর্মকর্তা সেকান্দর মিয়াজী, ইসলামপুর গাছতলা দরবার শরীফের খতিব খাজা জোবায়ের, বাগাদী ইউপি সদস্য মোঃ জাকির খান, মোশাররফ হোসেন, দুদু গাজী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক জকির হোসেন খান, আরিফ উল্লাহ, সদস্য শাহাদাত হোসেন বাবু, ইউপি সচিব সালামত উল্লাহ খান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্যাপিটাল থাই চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক মোঃ রিপন খান।