সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০

আজ ফরিদগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা ও সংবর্ধনা
প্রবীর চক্রবর্তী ॥

আজ শনিবার ফরিদগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বর্তমান পরিষদের দ্বিতীয় বাজেট ঘোষণা করবেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। পৌরসভার মাঠে বাজেট অধিবেশনে রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত থাকবেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাসুম পাটওয়ারী ও হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ. ওয়াদুদ, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রাহুল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদার এবং ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার (অনি)।

এর আগে সকাল ১০টায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়ায় পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী কর্র্তৃক পৌর মেয়র ও আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়