প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের কাত্যায়নি মন্দির থেকে উপজেলার সর্ববৃহৎ রথাযাত্রা শুরু হয়। উৎসবের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ফরিদগঞ্জ উপজেলা সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস প্রমুখ।
হিতেশ শর্মা জানান, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি, আস্টা, আইটপাড়া, কবিরূপসা এবং উপজেলা সদরের দুটি স্থানে এ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। দুপুরে মন্দিরে পূজা অর্চনা শেষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা রথযাত্রা টেনে নিয়ে যান। আগামী ৬ দিন পর ফিরতি রথ অনুষ্ঠিত হবে।