প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকালে কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা, অসুস্থ সদস্যদের সুস্থতা ও দেশবাসীর সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়। সভার প্রথম অধিবেশনে প্রেসক্লাবের বিগত ২ বছরের সকল কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ও অর্থ বিভাগের সকল আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন অর্থ সম্পাদক। উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে উক্ত কার্যক্রম অনুমোদন করা হয়।
পরবর্তীতে বিকেল ৩টায় সভার ২য় অধিবেশনে কার্যনির্বাহী কমিটির সদস্য এ.কে.এম. সালাউদ্দিনকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সহ-সভাপতি হিসেবে পদায়ন করা হয়। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সদস্যদের তথ্য হালনাগাদ এবং সহযোগী সদস্যদের পূর্ণাঙ্গ সদস্য হওয়ার আবেদন, নতুন আবেদনকৃতদের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবু হেনা মোস্তফা কামাল, এস. এম. মিজানুর রহমান, নারায়ণ রবিদাস, বর্তমান কমিটির সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন, মশিউর রহমান প্রমুখ।