প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
বানভাসি মানুষের ত্রাণ সহয়তার জন্যে কেন্দ্রীয় বিএনপির নিকট চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে।
২৯ জুন ঢাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর নিকট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির প্রতিনিধি দল বন্যা কবলিত মানুষের জন্যে কেন্দ্রীয় বিএনপির নিকট অর্থ তুলে দেন।
এ সময় কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি নেতা সেলিমুছ সালাম, পৌর বিএনপি নেতা আঃ কাদের বেপারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।