প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ বাবুরহাট ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ জুন বৃহস্পতিবার এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বাবুরহাট ক্যাম্পাসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ক্যাম্পাসের ইনচার্জ কাজী মোঃ জামান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।