সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুন ২০২২, ০০:০০

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি
ফরিদগঞ্জ ব্যুরো ॥

‘আমার টাকায় আমার সেতু, উদ্বোধন হলো গর্বের পদ্মা সেতু, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাতির শ্রেষ্ঠ আবিস্কার শেখ হাসিনা সরকার’ এমন বিভিন্ন স্লোগানে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সকালে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। এ সময় যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের আয়োজনে বড় পর্দায় সেতু উদ্বোধন ও প্রধানমন্ত্রীর ভাষণ শোনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটি বাংলাদেশ সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী উপহার বাংলাদেশের জনগণের জন্য। আজ থেকে বাংলাদেশের দক্ষিণের দুয়ার খুলে দেয়া হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়