সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০

চাঁদপুরে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ২২ জুন বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডধারীদের কাছে ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে টিসিবি। এদিন থেকে চাঁদপুরসহ সারাদেশে একযোগে পণ্য বিক্রি শুরু হয়, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। জেলা প্রশাসক কামরুল হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন চাঁদপুর শহরের ১, ২ ও ৩নং ওয়ার্ডে এবং সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে।

রামপুর ইউনিয়নে বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্য উপকরণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় দফায় চাঁদপুরে ২৫ জন টিসিবি ডিলারের মাধ্যমে ১৫৯টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ১শ’ ৪৭ জনকে এ খাদ্য সহায়তা দেয়া হবে।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী। এছাড়াও ট্যাগ অফিসার মানছুর আহমেদ, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউপি সচিব মোহাম্মদ রকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন, জাকির হোসেন ও ইউপি সদস্যগণসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টিসিবি সূত্র জানায়, ফ্যামিলি কার্ডধারী একজন ব্যক্তি বা পরিবার ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ সময়ের মধ্যে একজন কার্ডধারী একবারই এসব পণ্য কিনতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়