প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০
ভারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামণ্ডএর শানে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ দাসদী বোরহানুল উলুম মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা হতে শুরু হয়ে বাবুরহাট মতলব রোডে মানববন্ধন ও আলোচনা শেষে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামণ্ডএর শানে কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সাথে ভারতের বিজেপী নেত্রী ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
উপস্থিত ছিলেন দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোঃ সালেহ আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোঃ সাইফুল ইসলাম আজহারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোঃ ফখরুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ বিল্লাল হোসেন মিয়া, দক্ষিণ দাসদী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ আমির হোসেন, দাসাদী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মেহেদী হোসেন, রাজরাজেশ্বর মুজাফ্ফরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর পৌর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ নোমান হোসেন, আদর্শ স্বেচ্ছাসেবক যুব সংগঠন সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন পাটওয়ারী, উপদেষ্টা আবুল কালাম মিয়া, মোঃ আবুল কালাম বেপারী, শরিফ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকার নবী প্রেমী ধর্মপ্রাণ মুসলমানগণ।