প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার বিকেল ৩টায় চান্দ্রা চৌরাস্তা আল-আমিন মডেল একাডেমি মাঠে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম গাজীর সভাপ্রধানে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন গাজীর পরিচালনায় যুবদলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সরওয়ার গাজী।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম (নজু), যুগ্ম আহ্বায়ক কাজল, সৈয়দ আহমদ, মোজাম্মেল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ঢালী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাতেন জমাদার, জসিম গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদার, সাধারণ সম্পাদক আজাদ বেপারী প্রমুখ। সম্মেলনে ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।