প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব-উল আলম লিপন নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
মেয়র আসম মাহবুব-উল আলম লিপনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরুর সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলোওয়াত, দোয়া ও মোনাজাত করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদ ও দলীয় প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, কার্যকরী পরিষদ সদস্যদের পক্ষে সোহাগ আহমেদ মাইনু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা ও জাকির হোসেন মিয়াজী, ওয়ার্ড নেতৃবৃন্দের পক্ষে ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ স্বপন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপট ও দলীয় সরকারের উন্নয়ন তুলে ধরে একটি নিবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
এছাড়া পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, রাজন সাহাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।