প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার আয়োজনে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, হলদে পাখির যারা সদস্য হয়েছে, তোমরা ভাগ্যবান। তোমাদের কাজ হবে সুশৃঙ্খল। বাড়িতে মায়ের কাজে সহযোগিতা করবে। তিনি আরো বলেন, বৃক্ষরোপণ, শিশু পাচার প্রতিরোধ, স্যানিটেশন কার্যক্রম বৃদ্ধি, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে হলদে পাখি মাইলফলক।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষা পরিদর্শক মোঃ আজিজুল হক, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদৌস আরা।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় গাইড কমিশনার, চাঁদপুর সদর উপজেলা স্থানীয় অ্যাসোসিয়েশন লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদা বেগম। আরো বক্তব্য রাখেন আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ।
টেকনিক্যাল হাইস্কুলের সিনিয়র শিক্ষক সোহেলী সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কোষাধ্যক্ষ কাজী সুরাইয়া, সদস্য নিগার শাহেলা, আসমা আক্তার, নাসরিন আক্তার, খালেদা আক্তারসহ হলদে পাখির সদস্যরা। কর্মশালায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন ছাত্রী অংশ নেন।
উল্লেখ্য, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো হলদে পাখি বড়দের মান্য করে। হলদে পাখি একমত হয়ে কাজ করে। ইতিমধ্যে সংগঠনটি ৮ দফা দাবি নিয়ে বিভিন্ন স্কুলে কাজ করছে। দফাগুলো হলো- (১) হলদে পাখি সদা জাগ্রত, (২) হলদে পাখি স্বাস্থ্য রক্ষায় সচেষ্ট, (৩) হলদে পাখি ঘরের কাজে হাত লাগায়, (৪) হলদে পাখি যথাসাধ্য সাহায্য করে, (৬) হলদে পাখি মিশুক, (৭) হলদে পাখি অন্যকে সাহায্য করে ও (৮) হলদে পাখি বাইরের জগত থেকে আনন্দ পায়।