সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা বিষয়ে আলোচনা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী গণসচেতনতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক ইমদাদুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

সভায় বক্তারা বলেন, সর্বগ্রাসী মাদক বিষয়ে আমাদের শিশুকাল থেকে সতর্ক থাকতে হবে। কারণ কোমলমতি শিশু-কিশোরদের দুষ্টচক্র ও মাদকসেবীরা সহজেই বিভ্রান্ত করতে পারে। সেজন্যে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিক্ষার্থীদের সচেতন করতে যেই পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসাযোগ্য। মাদক নামের এই ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করতে শিশু থেকে শুরু করে সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে সক্ষম হবো।

আলোচনা শেষে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী মাদকবিরোধী শপথ গ্রহণ করে। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর শিক্ষা উপকরণ বিতরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়