প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তিকৃত মামলার আলামত বিপুল পরিমাণ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালত প্রাঙ্গণে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের উপস্থিতিতে মাদকদ্রব্য অধিদপ্তরের ১৭টি ও জিআর ১৫টি মামলার বিভিন্ন মাদকের মধ্যে কোর্ট মালখানায় রক্ষিত ফেন্সিডিল ও গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাদকগুলো বিগত পাঁচ মাসের মামলায় জমা রাখা হয়েছিল। আদালতে বিচারাধীন মামলার জন্য আলামত রেখে বাকি মাদক পুড়িয়ে দেয়া হয়।