প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন। পবিত্র হজ¦ পালনের জন্যে ২০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ২৬ দিন তিনি ছুটিতে থাকবেন। এ সময়ের জন্যে উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জিএস তছলিমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এ সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমের স্বাক্ষরে ১৯ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।