প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে কমিউনিটি বেইজ্ড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতাধীন ২০২১-২২ অর্থবছরের মাল্টিপারপাস্ হেলথ ভলান্টিয়ারদের (এমএইচডি) মাসিক সম্মানী প্রদান নিয়ে বিলম্ব করার অভিযোগ উঠেছে। এক সঙ্গে ১০ মাসের জমা হওয়া সম্মানী দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি (এইচপিএনএসপি)-এর কমিউনিটি বেইজ্ড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় ২০১৯ সালে উপজেলার ৩৭টি ক্লিনিকের কর্ম এলাকায় ২৫৯ জনকে এমএইচডি পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্তদের ৩৬০০ টাকা মাসিক সম্মানী ধার্য করা হয়।
এমএইচডিরা জানান, আমাদের দশ মাসের সম্মানী আরো অনেক আগেই এসেছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো আমাদের সম্মানী দিচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জে কমিউনিটি বেইজ্ড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতাধীন ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) মাসিক সম্মানী এসেছে। আমরা চাচ্ছি এক বছরের টাকা একত্রে দেবো। পূর্বে হাতে নগদ সম্মানী দিয়েছি, কিন্তু এবার চেকের মাধ্যমে দেবো। তাই আমাদের কিছু চেক পাতার জটিলতা এবং অফিসিয়াল কাগজপত্র ঠিক করতে হবে। এমএইচডিরা দুবার আসতে হবে, তাই একবারে চাচ্ছি তাদেরকে টাকা দেয়ার জন্যে। এতে হয়তো তাদের অনেকের একটু কষ্ট হবে, কিন্তু সবাই একত্রে এক বছরের টাকা পাবে। আশা করি, এ মাসের ভেতরেই টাকা পাবে।