প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০
কচুয়ার সাচার বাজারে আধুনিক ব্যাংকের সকল সুবিধা নিয়ে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজুল ইসলাম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৭৮০তম আউটলেটের উদ্বোধন করা হয়। আপন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ও ব্যাংকের এজেন্ট সুমন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব।
ব্র্যাক ব্যাংকের হাজীগঞ্জ শাখার রিলেশনশীপ অফিসার স্বপন কুমার শীলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জোনের টিম লিডার মোঃ সাইফুল ইসলাম, কচুয়া শাখার এসএমই ম্যানেজার মোঃ সাকিবুল ইসলাম, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, ইউপি সদস্য জাহাঙ্গীর দেওয়ান, বিল্লাল হোসেন, সাচার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন তালুকদার, ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় কুমিল্লা জোনের টিম লিডার গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, এই শাখাটির মাধ্যমে ব্যাংকের সকল ধরনের সেবা গ্রাহকগণ পাবেন। গ্রাহকের বিদেশ থেকে পাঠানো গোপন নাম্বারের মাধ্যমে এক মিনিটের মধ্যে টাকা উত্তোলন করা সম্ভব। কারণ আমাদের সার্ভার ২৪ ঘণ্টা খোলা থাকে। এই আউটলেটটির মাধ্যমে সাচার এলাকার ব্যবসায়ীগণ আধুনিক ব্যাংকিং সুবিধা পাবে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে সাচার আউটলেটটির উদ্বোধন করা হয়।