প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০
এলাকাবাসীর অনুরোধে বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়দুলালী গ্রামে ‘বাইতুন নূর জামে মসজিদ, হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাফেজিয়া মাদ্রসা, এতিমখানা ও ঈদগাহ্ কমপ্লেক্স’-এর নির্মাণ কাজ ১৭ জুন শুক্রবার সকাল ৯টায় উদ্বোধন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (অপারেশন), মসজিদ, মাদ্রসা, এতিমখানা ও ঈদগাহ্ কমপ্লেক্স নির্মাণের প্রতিষ্ঠাতা, জমিদাতা ও সভাপতি মোঃ নূর ইসলাম খান অসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব মোল্লা, সরকার আলম, বার্থী ইউপি সদস্য আব্দুস ছোবাহান হাওলাদার ও মহিলা সদস্য এবং জমিদাতা শাহানাজ ।
উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র দোয়া মাহফিলে ৩০ জন কোরআনে হাফেজ পবিত্র কোরআন খতম এবং ৩০ জন বিভিন্ন জামে মসজিদের ইমাম দোয়া কার্যক্রম পরিচালনা করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, আলেমণ্ডওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
জামায়াতে পবিত্র জুম্মার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ ও অজুখানা নির্মাণ, এলাকার ছেলে-মেয়েদের দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসা নির্মাণ, অসহায়-দুঃস্থ-এতিমদের লালন-পালন, এলাকার মাইয়্যাতের গোসল, কাফনের কাপড়ের ব্যবস্থা ও জানাজার নামাজ আদায় এবং পবিত্র দুই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ্ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাফেজিয়া মাদ্রাসায় হিফয বিভাগ ও মক্তব বিভাগ (নুরানী ও নাজেরা) ও এতিমখানা চালু করা হবে ইনশাআল্লাহ্। এ সকল কাজে ব্যয় হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ।
প্রাথমিকভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ঈদগাহ্ কমপ্লেক্সের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নূর ইসলাম খান অসি তাঁর নিজস্ব তহবিল হতে ৩০ লক্ষ টাকা মূলধন নিয়ে নির্মাণ কার্যক্রম শুরু করেছেন। উক্ত ধর্মীয় দ্বীনি প্রতিষ্ঠানের নির্মাণ কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের কাছে আর্থিক অনুদান ও সাহায্যের জন্য বিনীত আবেদন জানিয়েছেন মোঃ নূর ইসলাম খান অসি।