সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০

সাচার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
মেহেদী হাসান ॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শিক্ষার সকল প্রকার উপকরণ শেখ হাসিনা সরকার প্রদান করছে। তাই শিক্ষার মানোন্নয়ন করতে হবে। বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হলে প্রমাণ হবে যে, শেখ হাসিনার উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষকরা আন্তরিক। সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্যে। সোনার বাংলা গড়ে উঠলে এ দেশের নাগরিকরা আর পিছিয়ে থাকবে না। বেকারত্ব দূর হবে, দূর হবে নিরক্ষরতা এবং জীবন মানের উন্নতি ঘটবে।

তিনি মঙ্গলবার কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেনের সভাপতিত্বে ও সাচার ডিগ্রি কলেজ শাখা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়