প্রকাশ : ২২ জুন ২০২২, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে একতলা ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রূপরেখা পরিবর্তন হয়েছে। শিক্ষার মানও বেড়েছে।
তিনি মঙ্গলবার কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দীন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির রায়হান, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার ও সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটওয়ারী, বিতারা ইউনিয়ন যুব লীগের সভাপতি ইসমাইল হোসেন ভূঁইয়া, অভিভাবক গিয়াসউদ্দীন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।