প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০
ঢাকা ধামরাই উপজেলার নিরাপদ সড়ক চাই সংগঠনের (নিসচা) কর্মীকে লাঞ্ছনার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে নিসচা ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমরান হোসেনকে লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে বক্তারা বলেন, আমরা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক বিষয়ে জনসাধারণকে সচেতন করতে কাজ করছি। নিসচার কর্মীকে প্রতীক সিরামিকস লিমিটেডের কতিপয় কর্মী কর্তৃক আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্ছনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিসচার জেলা সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুসাদ্দেক আল আকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সদস্য মাওঃ মোঃ আবদুর রহমান গাজী প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, কোষাধ্যক্ষ মামুন শনি, যুব বিষয়ক সম্পাদক বাদশা ভূঁইয়া, মোহাম্মদ আলী শেখ, রিপন সরকার, খোকন কর্মকার, মোহাম্মদ শাহজাহান, হাবিবুর রহমান, শাহাদাত হোসেন মীরসহ নেতৃবৃন্দ।