সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০

রামপুর সপ্রাবির সভাপতি নির্বাচিত হলেন আবদুল ওয়াদুদ বেপারী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদরের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবদুল ওয়াদুদ বেপারী। তিনি বিষ্ণুপুর ইউনিয়নস্থ মনোহরখাদী গ্রামের আব্দুর রব বেপারী ও রাজিয়া আক্তারের মেজো ছেলে। চার ভাই চার বোনের মধ্যে তিনি চতুর্থ। আবদুল ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান 'একমি' তে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। একমিতে ৫ বছর চাকুরি শেষে ব্যবসায় মনোযোগী হন। আমদানি রপ্তানি প্রতিষ্ঠান ‘গ্যালাক্সি ট্রেড ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী হিসেবে তিনি ব্যবসার পরিধি বাড়ান। ১৯৯৮ সালে ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি করেন আবদুল ওয়াদুদ বেপারী ।

ঢাকা সিটি কর্পোরেশনে চাকুরিকালীন সময়ে আইএলও এফিলিয়েটেড শ্রমিক সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কয়েক বছর। দশ বছর চাকুরি করার পর ২০০৯ সালে পুনরায় ব্যবসায় মনোযোগী হন।

আবদুল ওয়াদুদ বেপারী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য। তিনি বর্তমানে দৈনিক শপথ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক।

নবনির্বাচিত সভাপতি আবদুল ওয়াদুদ বেপারী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটিতে আমার বাবার অনেক অবদান রয়েছে। নানা ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানে খুব বেশি সময় দিতে পারিনি। স্কুলটির উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমাকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়