প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
সহকারী শিক্ষক আব্দুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ শরীফ হোসাইন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন খান, নজরুল ইসলাম সুমন, আমিরুল ইসলাম পাটোয়ারীসহ দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকগণ।
প্রধান অতিথি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষের হৃদয়ে আলো ছড়াচ্ছে রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে দেশের খ্যাতনামা অনেক আলেম তৈরি হয়েছে। এ সকল আলেম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আলো ছড়াচ্ছেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।