সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক

মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষকদের পাঠদান ও মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার মতলব সরকারি কলেজ মিলনায়তনে কর্মশালাটি শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) ও মননে মতলব নামের দুটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

ইটাব সূত্রে জানা গেছে, মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, সাংবাদিক ও কবি মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও ঢাকার আইডিয়েল কমার্স কলেজের অধ্যক্ষ মুঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটিতে প্রশিক্ষণ দেন ইটাবের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুমেনা আফরোজা। প্রশিক্ষণের ফাঁকে গান পরিবেশন করেন শিক্ষক সঞ্জিত কুমার, শিউলি আক্তার ও মরিয়ম আক্তার।

অধ্যক্ষ মুঃ বিল্লাল হোসেন বলেন, ইংরেজি শব্দের প্রমিত বানান ও উচ্চারণ, বাচনভঙ্গি এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণের খুঁটিনাটি বিষয়ে শিক্ষাদানের ওপর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক ইংরেজি বিষয়ের শিক্ষক এতে অংশ নেন। পরে ইটাবের নেতৃবৃন্দ ওই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়