প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসার সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অ্যাডঃ হেলাল উদ্দীন।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমানের পরিচালনায় মিলাদপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাজী শফিকুর রহমান, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মোঃ জসিম হোসেন, আল আমিন, মাহমুদা আক্তার ও নাছরিন সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মেজবাহ উদ্দীন জাহাঙ্গীর, মোঃ জাকির হোসেন, মোঃ মুক্তার হোসেন, মোঃ মাসুদ আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন, সদস্য আতাউল করিম রতন ও সাকিব আল হোসেন।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।