প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নস্থ ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শনিবার বিদ্যালয় ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার বলেন, সরকার শিক্ষাকে এগিয়ে নিতে যথেষ্ট সুযোগ সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের তা কাজে লাগাতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সময় মাথা ঠাণ্ডা রেখে সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে। তোমরা এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে যদি জীবনে বড় কিছু হও তাহলে তা আমাদের গর্বিত করে। তবে তোমাদেরও এ প্রতিষ্ঠানটির দিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, আমি নিঃস্বার্থভাবে ৪১ বছর যাবৎ মানুষ ও এলাকার উন্নয়নে খেদমত করতেছি। কাজের কোথাও দুর্নীতি করিনি। দোয়া করবেন সামনে যতদিন বেঁচে থাকি আপনাদের সেবা করবো। এ সময় তিনি নিজস্ব পক্ষ থেকে গেলো বছরের জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারী ও উপস্থিত সাংবাদিকদের উপহার প্রদান করেন।
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হান্নান মিজির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন ঢালীর সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ড. হুজ্জাতুল্লাহ নক্শবন্দি মোজাদ্দেদি। মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ কবির আহম্মদ ওসমানী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিলীপ চন্দ্র দাস, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যা পাটওয়ারী ও সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল আহসান মিয়াজী, ইব্রাহিম খান, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন ভূঁইয়া, বেবিন্টন চন্দ্র দাস কিরণ।
অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বিদায় বাণী পাঠ করেন মাইনুল ইসলাম রনি ও নুরুন নাহার প্রত্যাশা এবং পরীক্ষার্থীদের পক্ষে বিদায় বক্তব্য দেন নাজনিন আক্তার।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দীন মিজিসহ শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।