রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০

শাহ্তলী জোবাইদা বালিকা উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২ জুন রোববার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যিমক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রচেষ্টায় মহামারিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ বিদ্যালয়ের শিক্ষাথীরা অনেক ভালো। তোমাদের ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমরা এখান থেকে পাস করার পর তোমাদের পাশের জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এ স্কুলের মেয়েরা পড়ালেখায় অনেক এগিয়ে। তোমরা ভাগ্যবান তোমরা একজন শিক্ষাবান্ধব মন্ত্রী পেয়েছ। তিনি হলেন আমাদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করেছেন। তোমাদেরকেই আগামীতে দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করতে হবে। আর এজন্যে ভালোভাবে পড়াশুনার কোনো বিকল্প নেই।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সোহেল রুশদী বলেন, ১৯৪৮ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসইন রুশদী। তিনি মেয়েদের জন্য এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠানটি একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে একদিন রূপান্তরিত হবে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, শাহতলী আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন আজম ও মহিলা ইউপি মেম্বার মিসেস ফিরোজা বেগম। বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়শা আক্তার, এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার, দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া লাবণ্য ইভা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন নেছা, সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদ, সহকারী শিক্ষিকা মানছুরা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারী শিক্ষিকা মোহসেনা আক্তার, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ অন্য অতিথিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তারের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের জমিদাতা মোসাম্মৎ হোসনেয়ারা বেগমকে উপহার প্রদান করেন বিদ্যালয়ের পরীক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়