বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০

বিশ্ব শান্তি কামনায় হাইমচর জগন্নাথ মন্দিরে গীতা যজ্ঞ
স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং নিজেদের সুখ-শান্তি কামনায় হাইমচর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গত ৫ জুন রোববার অনুষ্ঠিত গীতা যজ্ঞে হাইমচর উপজেলাসহ দেশের বিভিন্নস্থান থেকে হাজারো ভক্ত যোগদান করেন। ভক্তদের ব্যাপক উপস্থিতিতে জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত যজ্ঞস্থল মিলন মেলায় পরিণত হয়। জগন্নাথ বাড়ি মা সংঘের ব্যাপক আয়োজনে গীতাযজ্ঞে পৌরোহিত্য করেন দেশের ঐতিহ্যবাহী ধর্মস্থান সীতাকুণ্ড শঙ্কর মঠের সাধু মহারাজগণ। এদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী সুধীরানন্দজী মহারাজ, দিলীপ চক্রবর্তী প্রমুখ।

সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত গীতা যজ্ঞে ভক্তদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে হাইমচর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিবেকলাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, সদস্য সমীর সরকার, শিপ্রা মজুমদার, প্রদীপ মাস্টার, লক্ষ্মণ সরকার, জয়দেব দত্ত, মন্টু দেওয়ান, মা সংঘের সভাপতি সুনীল কৃষ্ণ ভক্ত, সহ-সভাপতি নির্মল সরকার, বিজয় বৈদ্য, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, কোষাধ্যক্ষ কার্তিক বৈদ্য, সাংগঠনিক সম্পাদক সুজন গোলদার, সদস্য জয় কৃষ্ণ সরকার, সুজন কর্মকার, ইউপি সদস্য আলী আহম্মদ সর্দারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও হাইমচর উপজেলার বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। যজ্ঞানুষ্ঠানে বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় আহুতি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়