বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ৮ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ থানা পুলিশ ৮ হাজার পিচ ইয়াবাসহ তাজুল ইসলাম প্রকাশ দুলাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেলে পুলিশ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড় হতে তাকে আটক করে।

জানা গেছে, ফরিদগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় ইয়াবার একটি বড় চালান আসছে। সে মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম-এর নেতৃত্বে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন, ওসি (তদন্ত) বাহার মিয়াসহ পুলিশের একটি বড় ফোর্স অভিযান চালায়। তাঁরা শনিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তার মোড় হতে মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলাল (৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম- সুধীরপুর (০৩নং ওয়ার্ড, বয়াতির বাড়ি), থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে আটক করে। পরে তাকে তল্লাশিকালে ২০টি এয়ার টাইট নীল রংয়ের প্যাকেট (প্রতিটি প্যাকেটে ২০০ পিচ করে মোট ৪ হাজার পিচ ইয়াবা) বিশেষভাবে তার শরীরের সাথে স্কচটেপ দিয়ে আটকানো এবং তার কাঁধে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভেতর বিশেষভাবে রক্ষিত সাদা পলিথিনের ০২টি প্যাকেটের (প্রতি প্যাকেটে ২হাজার) মোট ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। সর্বমোট ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ইয়াবাসহ আটকের কথা স্বীকার করে বলেন, মোঃ তাজুল ইসলাম প্রকাশ দুলালকে ৮ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা দায়ের করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়