প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মিশন রোডস্থ জামে মসজিদে মরহুমার জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জসিম পাটওয়ারীসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনসহ আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমার একমাত্র ছেলে অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।
উল্লেখ্য, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের মাতা সাহিদা আলী রোববার দুপুরে তার ছেলের বাসায় মারা যান (ইন্নালিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, নাতি- নাতনিসহ আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান।