বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বিএনপি নেতা মুনসুর আলম প্রধানীয়ার দাফন সম্পন্ন
আলমগীর কবির ॥

ঢাকাস্থ হোটেল মেট্রোপলিটন আবাসিকের ম্যানেজার ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মুনসুর আলম প্রধানীয়া (৬৭) গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজিউন)। মৃত্যুকালে মা, ১ ছেলে ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম মুনসুর আলম ৬ ভাই, ৩ বোনের মধ্যে সবার বড়। ঐদিন দুপুর ২ : ৩০ মিনিটে ঢাকার পুরানা পল্টনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দ্বিতীয় জানাজা সন্ধ্যা ৭ টায় মেনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্মৃতিচরণ করে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম পাটওয়ারী, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আঃ হাদী মিয়া, মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মরহুমের ছোট ভাই মোঃ শাহাদাত হোসেন, এলাকাবাসীর পক্ষে মোঃ শাহ আলম খান ও ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তার প্রধানীয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মোঃ মিজানুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের তপাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমনসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল নেতা। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

মরহুমের তৃতীয় জানাজা এশার নামাজের পর পশ্চিম মুকুন্দসার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং নিজ বাড়ি মুকুন্দসার প্রধানীয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতির শোক

মোঃ মুনসুর আলম প্রধানীয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মোঃ মিজানুর রহমান তালুকদার।

রাজারগাঁও ইউনিয়ন বিএনপির শোক

ঢাকা মেট্রোপলিটনের ম্যানেজার ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মুনসুর আলম প্রধানীয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানসহ সভাপতি কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, যুবদলের আহ্বায়ক ফজলুল করিম, সদস্য সচিব কাজী মামুন, ছাত্রদলের সভাপতি নকিব মিজি, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বকাউল, মোঃ বাসার আহমেদ, ছাত্রনেতা ওবায়েদ উল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়