বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সংগ্রহ। গতকাল ২৭ ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি এ কর্মসূচিতে কৃষকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে বলেন, এ কর্মসূচিতে যেন আমরা কৃষকদের সম্পৃক্ত করতে পারি, তার চেষ্টা আমাদের করতে হবে। তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ হচ্ছে কৃষক। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে হলে কৃষক দলকে শক্তিশালী করতে হবে।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষক দলকে শক্তিশালী করার জন্যে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দিকনির্দেশনায় চাঁদপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়