প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
মোহাম্মদ মহিউদ্দিন ॥
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা পেলো কিন্ডারগার্টেনের শিক্ষকরা। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ পরিষদের সামনে ৫০ জন শিক্ষকের মাঝে এ সহায়তা প্রদান করেন। উপহারের মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি সয়াবিন তেল। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক ভৌমিক ও শিক্ষা সচিব আমির হোসেনসহ নেতৃবৃন্দ।