প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
শ্যালো মেশিন দিয়ে স্থানীয়ভাবে হাতে তৈরি করা হয় ড্রেজার মেশিন। এই মেশিন দিয়ে দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে কৃষি জমির মাটি আর ভরাট করা হচ্ছে পুকুর। এ রকম একটি হাতে তৈরি ড্রেজার মেশিন জব্দসহ এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। মঙ্গলবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। অভিযান চলে হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর গ্রামের বদরপুর মাঠে।
অবশ্য এর আগেও অর্থাৎ গত বুধবার ৭ জুলাই বিকেলে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মাঠ থেকে আরেকটি ড্রেজার জব্দসহ ঐ মালিককে ৫০ হাজার জরিমানা করেন একই আদালত। খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর কৃষি মাঠের কৃষি জমির চারদিকে পাড় বেঁধে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক আরিফকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালত এই ড্রেজারটি জব্দ করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জয়নাল আবেদীনসহ সঙ্গীয় ফোর্স।