প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী কচুয়ার কৃতী সন্তান আঃ মান্নান পাটওয়ারীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবী ও কচুয়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধানের আয়োজনে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যানঘাটস্থ নূর কমপ্লেক্সের দোতলায় এ দোয়ার আয়োজন করা হয়। দোয়ার পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আলহাজ¦ মোবারক হোসেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মাইনুল ইসলামসহ আইনজীবীরা।