প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের আয়োজনে করোনার সংক্রমণ রোধে জনসচেতনতায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এইদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ২ হাজার পথচারীর মাঝে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ সাখাওয়াত হোসেন শাকিল পিএইচএফ, ক্লাব সেক্রেটারী রোটাঃ এমএ হান্নান, অ্যাসিস্ট্যান্ট গভর্নর অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, রোটাঃ পিপি মোঃ জামাল হোসেন, রোটাঃ পিপি সফিউদ্দিন আহমেদ, রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের প্রেসিডেন্ট সামিউল প্রধান, সেক্রেটারী নজরুল ইসলামসহ চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের নেতৃবৃন্দ।
এ বিষয়ে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ সাখাওয়াত হোসেন শাকিল পিএইচএফ বলেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকে প্রায় ২ হাজার পথচারীর মাঝে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।