প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
‘মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ সব্জি উপহার’-এ শ্লোগানকে লালন করে দেশের খাদ্য সঙ্কট মোকাবেলায় এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে ২২ কৃষক পরিবারের মাঝে পুষ্টি বাগান উপকরণ বিতরণ করেছে কচুয়া উপজেলা কৃষি অফিস। ১৪ জুলাই মঙ্গলবার কৃষি অফিসের সম্মুখে উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল আহমেদ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় অনুযায়ী এক ইঞ্চি জমি যাতে খালি না থাকে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদি জমির চাষের আওতায় আনতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কচুয়া উপজেলা কৃষি অফিস। এরই ধারাবাহিকতায় কচুয়ায় ২২ কৃষক পরিবারের সদস্যদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপ-সহকারী শিবুলাল সাহা, লিটন দত্ত প্রমুখ।