বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

হাজীগঞ্জে শহীদ দিবস পালন
কামরুজ্জামান টুটুল ॥

যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

অমর একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে সরকারি নির্দেশ মোতাবেক নানা কর্মসূচি পালন করে।

ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়