বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

যমুনা রোডের মসজিদ কমিটি নিয়ে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের যমুনা রোডের মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছে এলাকাবাসী।

জানা যায়, চাঁদপুর শহরের বড়স্টেশন যমুনা রোড এলাকার মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনার পর পরদিন ১২ ফেব্রুয়ারি পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়। এ ঘটনায় ওইদিন রাতেই ৯জনকে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে আহতদের পক্ষে নূরে আলম। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা একই রাতে মামলার এজাহারভুক্ত ২নং আসামীকে আটক করে আদালতে প্রেরণ করে।

এর দুদিন পর ১৫ ফেব্রুয়ারি মধ্য রাতে শহরের কয়লাঘাটে বিবাদীদের ভাড়া দেয়া ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকা-ের ঘটনায় ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়।

এদিকে আগুনের এ ঘটনাকে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী ও আহতদের জড়িয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, গত ১৮ ফেব্রুয়ারি যমুনা রোডের মসজিদে জুমার নামাজের পর মামলার ৯নং আসামী বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তমূলক কথা বলে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ধাবিত করে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার টের পেয়ে স্থানীয় এলাকাবাসী চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে অবহিত করে। পরে তাঁর নির্দেশে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করে।

এ ঘটনাকে কেন্দ্র করে আসামী পক্ষের একের পর এক বিভিন্ন হয়রানি ও সন্ত্রাসীমূলক ঘটনা থেকে রেহাই পেতে এবং উক্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রক্ষার্থে অনতিবিলম্বে এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়