বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

জিলানী চিশতী কলেজে মহান শহীদ দিবস উদ্যাপন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারি সোমবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাষার জন্যে শহীদ হওয়ার বিরল নজির শুধুমাত্র বাংলাদেশে রয়েছে। যেটা অন্য দেশে পাওয়া যাবে না। আমরা গর্বিত আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বাংলা আমাদের রাষ্ট্রভাষা, এ ভাষার মর্যাদা সমুন্নত রাখতে হবে। এ ভাষার তাৎপর্য ও চেতনা সুদূরপ্রসারী তা আমরা জানি। তিনি বলেন, ভাষার জন্য বিশ্বে একমাত্র বাংলাদেশই সংগ্রাম করে রাষ্ট্রভাষা বাংলা অর্জন করেছে। বাঙালিরা ভাষার জন্য শহীদ হয়েছে রক্ত দিয়েছে। যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে আমি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। বিশ্বে প্রায় ৪৪ভাগ দেশ এ দিনটি আজ পালন করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার।

আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস ও সড়ক প্রদক্ষিণ করে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে।

প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তহমিনা আক্তারসহ অন্য শিক্ষকবৃন্দ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যানের পক্ষ থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত জিলানী চিশতী কলেজের ২০২১-২২বর্ষের একাদশ শ্রেণির ২জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়