প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল এলাকার সাড়ে ৫ কি.মি. সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। সোমবার দুপুরে গঙ্গাঞ্জলি এলাকায় উক্ত সড়ক নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করে কাজের শুভসূচনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মেদ, থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন, ঠিকাদার আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল পাটওয়ারী প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদগঞ্জ জিসি-রূপসা জিসি নামের সাড়ে ৫ কি. মি. সড়ক পুনর্নির্মাণের জন্যে সরকারিভাবে ৮ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। রুরাল কানেক্টিভিটি ইম্প্রোভমেন্ট প্রজেক্টের উক্ত কাজটি বাস্তবায়নে রয়েছে ফরিদগঞ্জের এলজিইডি বিভাগ। মেসার্স শহিদ ব্রাদার্স এন্ড কনটেমপোরারী ঠিকাদারি প্রতিষ্ঠানটি এ সড়ক নির্মাণের কার্যাদেশ পেয়েছে।