প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলকে ইজিবাইক ও অটোবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়। গতকাল ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে সংগঠনের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী ও সদস্য সচিব মোঃ হানিফ গাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় মেয়র আগত নেতৃবৃন্দকে নিয়ে হলরুমে আলোচনা করেন।
স্মারকলিপিতে বলা হয়, পৌরসভা কর্তৃক বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত যানবাহনগুলোর লাইসেন্স নবায়ন সম্ভব নয়। তাদের দাবি, লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি, লাইসেন্স ফি কমানো ও নাম পরিবর্তন ফি মওকুফ করা হোক। করোনাকালীন লকডাউন চলমান বিধায় এ সকল বিষয় নিয়ে মেয়র ও সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর লাইসেন্স নবায়নের সময় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু লাইসেন্স ফি ও নাম পরিবর্তন ফি পূর্বের নির্ধারিত হারে বহাল রাখা হয়। এ বিষয়ে পৌর মেয়রের যুক্তিগুলো উপস্থাপনের পর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তা মেনে নেন।
শুধু তাই নয়, পৌর মেয়র করোনাকালীন সময়ে এই সংগঠনের তিনশ’ শ্রমিককে ১০ কেজি করে চাল দেয়ার ঘোষণা দেন। এজন্যে সংগঠনের নেতৃবৃন্দকে একটি তালিকা পৌর মেয়রের নিকট দেয়ার জন্য বলা হয়।