প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহিদদের স্মরণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষ্যে গতকাল ২০ ফেব্রুয়ারি রোববার সকালে পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাধা গোবিন্দ গোপ, সভাপতি ফয়েজ আহমেদ মন্টু, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, মিজানুর রহমান খান বাদল, সদস্য আব্দুল মজিদ খান ডেঙ্গু, মোঃ পারভেজ খান, মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক বিমল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কৌশিক শাহরিয়ার, প্রতিযোগিতা উপ-কমিটির সমম্বয়কারী কার্তিক সরকার, সদস্য সচিব লিটন সরকার, যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাস কুট্টি, সদস্য টিটু দাস, সৌরভ সাহা, লিটন ধর প্রমুখ।