বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ৪র্থ বারের মতো দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান বাচ্চু
কামরুজ্জামান টুটুল ॥

গিয়াস উদ্দিন বাচ্চু। হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে ৩বার দায়িত্ব পালন করেছেন। এবার মিলিয়ে ৪বার দায়িত্ব পালন করবেন। সর্বশেষ সোমবার তিনি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে ফের দায়িত্ব পালন করছেন।

এদিন বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন ততৃীয়বারের মতো নির্বাচিত ইউপি সদস্য নূর মোহাম্মদ, ইউপি সদস্য মনির হোসেন, সংরক্ষিত নারী সদস্য মলিনা রাণী আইচ ও খুশিদা বেগম, ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উদ্যোক্তা মোঃ আব্দুল মান্নান।

এরপর নবনির্বাচিত সকল ইউপি সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। পরে সবার পরিহিত পুষ্পমাল্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুকে বরণ করে নেন ইউপি সদস্যরা। এ সময় সংরক্ষিত নারী সদস্য সখিনা বেগম, সদস্য সাখাওয়াত হোসেন, শাহআলম, আকতার হোসেন, আমির হোসেন, শেখ ফরিদ, আব্দুল আজিক ও মুনছুর আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে তিনি ১৯৯২, ১৯৯৭ ও ২০১৬ সালে নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়