প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বিআইডব্লিউটিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় বালুবাহী জাহাজ বাল্কহেড নদীতে চলাচল করায় চাঁদপুর নৌ থানা পুলিশ ২টি বাল্কহেড জব্দসহ ৫ জনকে আটক করেছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পুরাণবাজার ডাকাতিয়া ও মেঘনা নদী থেকে বালুর জাহাজ দুটি জব্দ করেন। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে নৌ থানায় আনা হয়েছে। আটককৃতরা হচ্ছে মোঃ সাইফুল ইসলাম, মোঃ বশির, মোঃ জিহাদ, মোঃ সোহাগ ও মেহেদী হাসান।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ জানান, ৪টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এর মধ্যে বালুভর্তি ছিলো ২টি। তাই ওই ২টির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এর সাথে অভিযুক্ত ৫ জনকেও মামলার আওতায় আনা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।