প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে স্থানীয় ও জাতীয় পত্রিকা বিলিকারকদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশনের অন্যতম পরিচালক সাংবাদিক আলম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।