প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাটে আকিজ মটরসের ৩ দিনব্যাপী গাড়ি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বাবুরহাট-মতলব রোডে এ প্রদশর্নীর উদ্বোধন করা হয়।
মেসার্স সততা মটরসের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আকিজ মটরস্-এর এরিয়া ইনচার্জ নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ মটরসের হেড ওফ সেলস্ মোঃ আনোয়ার হোসেন, অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার চার্লস উলিয়াম ড্রাইস, আশিকাটি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, শাহরাস্তি উপজেলার রায়েশ্রী উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা ফারুক আহমেদ।