মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

শাহরাস্তিতে কালভার্ট বন্ধ করে কৃষি জমির পানি প্রবাহে বাধা
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তিতে সরকারি কালভার্ট বন্ধ করে কৃষি জমির পানি প্রবাহে বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশে ওই গ্রামের জুনাব আলীর পুত্র মোঃ আবু তাহের তার মালিকীয় ভূমি ভরাট করেন। ওইসময় তিনি তার ভূমি সংলগ্ন সরকারি আশ্রয়ণ প্রকল্প ও কৃষি মাঠের পানি প্রবাহের জন্য নির্মিত কালভার্ট ভরাট করে ফেলেন। এলাকার লোকজন এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর না পেয়ে গণস্বাক্ষর গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

এলাকার বাসিন্দা নাজমুল হাসান জানান, মাঠের পানি প্রবাহের জন্য সরকারি বরাদ্দে নির্মিত কালভার্ট বন্ধ করে দেয়ায় বর্ষা মৌসুমে আবাদী জমি পানিতে নিমজ্জিত হয়ে যাবে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

একই গ্রামের মোঃ মাসুদ আলম জানান, কালভার্ট বন্ধ করে দেয়ায় কয়েক একর কৃষি জমি ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের লোকজন পানিবন্দি হয়ে যেতে পারে ।

এ বিষয়ে মোঃ আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার নিজের জায়গায় সরকারি অর্থ ব্যয়ে অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করা হয়েছে। নিজের প্রয়োজনে তিনি উক্ত জায়গা ভরাট করছেন। এ নিয়ে যারা বাড়াবাড়ি করছে, মাঠে তাদের জায়গা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়